পাঁচদিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৬ জুন ২০২৩, ১৭:৫৩

সংগৃহীত ছবি

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা পাঁচদিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর।

সোমবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (২৭ জুন) থেকে শনিবার (১ জুলাই) পর্যন্ত টানা পাঁচদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ঈদের ছুটিতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দেওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বন্দর এলাকায় বিশেষ নজরদারি নেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: