পদ্মায় ৪৭টি গরুসহ ট্রলারডুবি, নিখোঁজ ৩০

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৪ জুন ২০২৩, ২৩:২০

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ৪৭টি গরুসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ৩০টি গরু নিখোঁজ রয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাগঞ্জের চৌহালী থেকে ট্রলারে করে গরুগুলো নারায়ণগঞ্জের মোগড়াপাড়া পশুর হাটে নিয়ে যাচ্ছিলেন খামারিরা। পথে কাঞ্চনপুর এলাকায় ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় খামারিরা কয়েকটি গরুর রশি কেটে দিয়ে রক্ষা করে।

জমির উদ্দিন নামের এক ব্যাপারী বলেন, আটটি গরু নিয়ে হাটে যাচ্ছিলাম। নৌকা ডুবে যাওয়ার সময় মাত্র একটি গরু উদ্ধার করতে পেরেছি। বাকি সাতটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারমালিক ফারুক হোসেন জানান, নৌকাটি কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ হয়নি। এমনকি কাঁতও হয়নি। সরাসরি ডুবে গেছে। ট্রলারের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটতে পারে।

কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান রুপক গাজী জানান, ট্রলারডুবির ঘটনায় এখনো ৩০টি গরু নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য।



আপনার মূল্যবান মতামত দিন: