
নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন- ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ ও রিফাত বাড়ির বারান্দায় খেলা করছিল। তাদের মা রান্না ঘরে সবজি কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাই বাড়িতে খেলা করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: