শরীয়তপুর চাদঁপুর ঘাটে যুক্ত হয়েছে আরও ২ ফেরি

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৯ জুন ২০২৩, ০২:২০

সংগৃহীত ছবি

ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুবাহী ও কাচামালবাহী পরিবহন দ্রুত নদী পারাপারের সুবিধার্থে শরীয়তপুর চাদঁপুর ঘাটে আনা হয়েছে আরও দুটি ফেরি। ঈদে এই ঘাটে মোট ৭ টি ফেরি এইরুটে চলাচল করবে।

রোববার(১৮ জুন) সকাল ৭টার দিকে ফেরি কস্তুরি এসে ট্রাফিকে যুক্ত হয়েছে। আর নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড থেকে আগামী ২৪ জুন বড় ফেরি ডা. গোলাম মাওলা ফেরিটি ঘাটে এসে পৌঁছাবে। এরই মধ্য ঘাটে গাড়ির বাড়তে শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর, ইব্রাহীমপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুবাহী, কাচামালবাহী এবং যাত্রীবাহী যানবাহনগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপদে পারাপার করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে যে কোন পশুবাহী যানবাহনগুলোকে সর্বোচ্চ ১-২ ঘণ্টার মধ্যে শরীয়তপুর থেকে চাঁদপুর ফেরিঘাট পারাপারের ব্যবস্থা থাকবে। আজকে একটি ফেরি ঘাটে এসে সংযুক্ত হয়েছে। আগামী ২৪ তারিখে রো রো ফেরিটি আসবে। তাহলে ঈদে যানবাহন পারাপারের জন্য কোনো ভোগান্তি সৃষ্টি হবে না।



আপনার মূল্যবান মতামত দিন: