টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় স্ট্রোক করে হানিফ শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যার দিকে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন মেঘারপটল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ শেখ ওই গ্রামের মৃত আবু নাশের শেখের ছেলে। তিনি যশোর জুট মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হানিফ শেখ শুক্রবার সন্ধ্যায় দুর্গম চরাঞ্চলে কৃষি কাজ করছিলেন। সে সময় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতের ভয়ে স্ট্রোক করে মাঠেই মারা যান তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শাপলা বিষয়টি নিশ্চিত জানান, শুক্রবার সন্ধ্যায় নিহত হানিফ শেখ মাঠে কাজ করছিলেন। সে সময় বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ভয় পেয়ে তিনি স্ট্রোক করে মারা যান।
আপনার মূল্যবান মতামত দিন: