চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ জুন ২০২৩, ০০:১৬

ফাইল ছবি

চুয়াডাঙ্গায় ধানেক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল গাফফার (২৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামের নুড়োতলায় এ ঘটনা ঘটে। নিহত গাফফার খাদেমপুর ইউনিয়নের আলী আটনগর গ্রামের মন্ডলপাড়ার হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির আগে থেকে মাঠে ধানের জমিতে কাজ করছিলেন গাফফার। বিকেলে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে জমিতেই বিকট শব্দে বজ্রপাত পড়ে গাফফারের শরীরে। এসময় আশপাশে থাকা কয়েকজন কৃষক মাটিতে লুটিয়ে পড়লেও কেউ আহত হননি। তবে গাফফার জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান জানান, ওই কৃষক হাসপাতালে আনার আগেই মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: