মায়ের সঙ্গে অভিমান, গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ জুন ২০২৩, ২৩:৫৩

ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় মেয়েকে শাসন করায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কনক অন্তরা (১৬) নামের এক কিশোরী।

বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল নিচুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত কামরুল ইসলামের মেয়ে। কনক অন্তরা এবার ফরিদপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কনক অন্তরাকে তার মা শাসন করায় মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিক দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আবু তাহের বলেন, থানার উপপরিদর্শক (এসআই) অনির্বাণ সরকার কর্তৃক মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর