বরগুনায় ধরা পড়লো ১৬ কেজির কোরাল

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ জুন ২০২৩, ০১:৩৯

সংগৃহীত ছবি

বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীতে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে ওই এলাকার জেলে হাসেম মোল্লার জালে মাছটি ধরা পড়ে।

এ বিষয়ে জেলে হাসেম মোল্লা বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে মাছ ধরতে নদীতে জাল ফেলি। পরে সকালে জাল তুলেই দেখি জালে আঁটকে আছে বড় একটি কোরাল মাছ। পরে তালতলী বাজারের এক মাছ ব্যবসায়ীর কাছে ১৬ কেজি ওজনের মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করে দেই।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিভিন্ন সময় মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। তাছাড়া বিভিন্ন অভিযানের ফলে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদীতে মাছ বেড়েছে। একারণে নদীতে জেলদের জালে এমন বড় মাছ ধরা পরে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর