রাজবাড়ী‌তে ১ লাখ ৩৬ হাজার শিশু পা‌বে ভিটা‌মিন ‘এ’ ক্যাপসুল

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ২৩:৩২

সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাঁচ উপ‌জেলায় ১ হাজার ৬৬‌টি কে‌ন্দ্রে এবছর মোট ১ লক্ষ ৩৬ হাজার ৮০ জন শিশু‌কে ভিটা‌মিন এ ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

বুধবার দুপু‌রে রাজবাড়ীর সি‌ভিল সার্জন কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যাম্পেইন উপল‌ক্ষে আয়ো‌জিত জেলা পর্যায়ের সাংবাদিকদের ও‌রি‌য়ে‌ন্টেশন কর্মশালায় এ তথ্য জানা‌নো হয়।

জানা‌ গে‌ছে, আগামী ১৮ জুন দিনব্যাপী এবছর জেলায় মোট ১ লক্ষ ৩৬ হাজার ৮০ জন শিশু‌কে ১ হাজার ৬৬‌টি কে‌ন্দ্রে ভিটা‌মিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরম‌ধ্যে ৬ থে‌কে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৬ হাজার ৫৬১ জন এবং ১২ থে‌কে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৫১৯ জন।

কর্মশালায় রাজবাড়ী সদর উপ‌জেলা প‌রিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত সি‌ভিল সার্জন) ডা. আব্দুর রহমান এর সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী প্রেস ক্লা‌বের সভাপ‌তি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল ম‌তিন সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার সাংবা‌দিকরা।


আপনার মূল্যবান মতামত দিন: