ফেনীতে এক সড়ক দুর্ঘটনায় অলি উদ্দিন (৩২) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। আগত হয়েছেন চালকের হেলপার।
সোমবার (১২ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত অলি বগুড়া সদর উপজেলার নিসিন্দারা গ্রামের জিন্নত আলীর ছেলে। নিহতের মরদেহ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলা মধুপুর নামক স্থানে পৌঁছলে সেখানে একটি কালর্ভাটের রেলিং এর সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহকারী ট্রাকের সামনের অংশে আটকা পড়ে। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক অলি উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত ও সহকারী আহত হওয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
আপনার মূল্যবান মতামত দিন: