লাউয়াছড়ায় ট্রেন দূর্ঘটনা : ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শীবু শীল, মৌলভীবাজার | ২১ মে ২০২৩, ০৮:০৩

ছবি- সংগৃহীত

প্রায় ‘১৫ ঘণ্টা’ পর সারাদেশের সাথে রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে সারাদেশের সাথে রেল পরিষেবা স্বাভাবিক হয়।

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে একটি আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ট্রেনের দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল। বনের ভিতর রেল লাইনে পরে থাকা গাছের সাথে সংঘর্ষে ট্রেনটি দূর্ঘটনার কবলে পরে।

এর আগে শনিবার (২০ মে) ভোর ৪ টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও কমলগঞ্জে কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উদয়ন এক্সপ্রেস ট্রেনের চালক আবুল কাশেম বলেন, ‘লাউয়াছড়া উদ্যানের ভেতরের আঁকাবাঁকা রেললাইন দিয়ে ট্রেন চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনের ২০ গজ সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। আমি দ্রুত ইমার্জেন্সি ব্রেক চাপি। পরে ট্রেন গাছের সঙ্গে ধাক্কা লেগে থামে। এতে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।’

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার উদয় কুশল সিংহ বলেন, ‘শনিবার ভোর ৪ টা ৩৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল স্টেশন থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।’

কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দুটি রিলিফ ইঞ্জিন এসে দূর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার তৎপরতা চালায়। এদিকে সিলেটগামী পারাবতের বগিগুলো শ্রীমঙ্গল রেলস্টেশনে রেখে ইঞ্জিন ঘটনাস্থল থেকে বাকি বগিগুলো উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন নিয়ে আসে।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি। তিনি বলেন, ‘তাঁর পুরো টিম সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুতই উদ্ধার কাজ শেষ করতে পারবো।’



আপনার মূল্যবান মতামত দিন: