জৈন্তাপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

মো. সাজ উদ্দিন, সিলেট | ২২ এপ্রিল ২০২৩, ০০:৫৭

ছবি- সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

২১ এপ্রিল (শুক্রবার) সকাল ১১:০০ ঘটিকায় গ্রামের কয়েকজন শিশু মিলে কালবৈশাখী ঝড়ের পর বাড়ির পাশে বাগানে আম গাছের নিচে আম কুড়াতে যায়। আম গাছের নিচে যাওয়ার পর একই গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রপাতে আম গাছের নিচে ঝুঁপে ঢলে পড়ে। খবর পেয়ে পরিবারের লোকজন দুই শিশুকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। দুই শিশু পারিবারিক সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

বিষয়টি খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী শোকাহত পরিবারগুলোকে দেখতে যান এবং সমবেদনা প্রকাশ করেন। পরে তিনি সিলেট জেলা প্রশাসনের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে দুই পরিবারকে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।



আপনার মূল্যবান মতামত দিন: