চাঁপাইনবাবগঞ্জের নাচোলে "আর্ন এন্ড লিভ" এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২১ এপ্রিল ২০২৩, ০৮:৪৮

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল ইউনিয়ন এ যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি'র ব্যবস্থাপনায় দুস্থ, অসহায় ও দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আর্ন এন্ড লিভ এর চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি ইমাম হাসানসহ সংগঠনের সদস্য ওসমান, নাজিবুল, হামিম, কামরুল, আসানুল, ফিরোজ, নাজমুল এবং রাসেল। সংগঠনের পক্ষ থেকে প্রায় ৩০ টি পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ।

উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীরা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসিকে ধন্যবাদ জানান।

আর্ন এন্ড লিভ এর চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি ইমাম হাসান জানান, সংগঠনটি বিভিন্ন দুর্যোগে জনসাধারণের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সবার সহযোগিতা নিয়ে আর্ন এন্ড লিভ সংগঠনটি বহুদূর এগিয়ে যেতে চায়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর