গাজীপুরে ইফতার খেয়ে অসুস্থ হয়ে তিন জনের মৃত্যু

আল সাদি, গাজীপুর | ১৭ এপ্রিল ২০২৩, ০৯:২৭

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলকায় একটি ইলেক্ট্রনিক পণ্য তৈরির কারখানায় ৩ জন শ্রমিক ইফতার খাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। অপর একজন শ্রমিক আল আমিন হোসেন (২৮) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

রোববার রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহত তিনজন শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ‘ইফতারের সময় কালিয়াকৈর চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানায় ইফতার খেয়ে ১০-১২ জন শ্রমিক আসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর এক শ্রমিক ওই হাসপাতালের আইসিওতে ভর্তি রয়েছে।’

অন্যদিকে শ্রমিক নিহতের খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানার সামনের সড়কে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে। এতে বেশকিছুক্ষন ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন রাত সাড়ে ১০ টার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বভাবিক হয়।

এ বিষয়ে ওয়ালটন কারখানার ডেপুটি অপারেটিভ ডাইরেক্টর মো. সুজন মিয়া বলেন, ‘আমাদের কারখানায় প্রতিদিন প্রায় ১২ হাজার শ্রমিক ইফতার করেন। ওই শ্রমিকরাও প্রতিদিনের মতোই ইফতার খেয়েছেন। পরে তারা বাইরে গিয়ে খাবার খান। এরপর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিলে মৃত্যু হয়। খাবার অথবা অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে তাদের মৃত্যু হতে পারে।’



আপনার মূল্যবান মতামত দিন: