জৈন্তাপুরে ৭১ বোতল মদ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করলো পুলিশ

মো. সাজ উদ্দিন, সিলেট | ১৩ এপ্রিল ২০২৩, ১০:৩০

ছবি- সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭১ বোতল মদ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ এপ্রিল (বুধবার) রাত ০৯:০০ ঘটিকায় সিলেট-তামাবিল মহাসড়কের টেংরা গ্রামের ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের কবির হোসেনের ছেলে বিলাল হোসেন (৩৫) এর নিকট হতে ভারতীয় ৩৭০ মিলি অফিসার চয়েজ ব্লু ২৩ বোতল, ৩৭৫ মিলি নাম্বার ১ মি. মেগডুয়েলস ৪৮ বোতল সহ মোট ৭১ বোতল মদ উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক এর তত্ত্বাবধানে জৈন্তাপুর মডেল থানার এসআই নিখিল চন্দ্র দাস ও এসআই রসুল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মদসহ ব্যবসায়ীকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক-নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে ভারতীয় ৭১ বোতল মদ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: