চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই; দুই ছিনতাইকারী আটক

দিনাজপুর প্রতিনিধি | ৬ এপ্রিল ২০২৩, ০৩:০০

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাইওয়ে থানা পুলিশ ২ ছিনতাইকারীকে আটক করেছে। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় জেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের পার্বতীপুর উপজেলার রাবেয়া মোড়ে অভিযান চালিয়ে দুই ছিনতাই কারীকে ইজিবাইকসহ আটক করা হয়।

এর আগে রাত ১১টায় ইজিবাইক চালক মাহাবুল ইসলাম (৪০)কে অচেতন করে ইজিবাইকটি ছিনতাই করে দুই ছিনতাইকারী। ইজিবাইক চালক পার্বতীপুর উপজেলার বাসিন্দা।

আটককৃতরা হলেন নীলফামারী সদর উপজেলার সুটিপাড়ার বাসিন্দা মো. বাবু (১৮) ও আব্দুস সামাদ (২৮)।

দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ (উপ-পরিদর্শক) ননী গোপাল বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে বাবু ও সামাদ যাত্রীবেসে মাহাবুল ইসলামের ইজিবাইকে উঠে। এসময় তারা মাহাবুলকে অচেতন করে ইজিবাইকটি নিয়ে রাবেয়ার মোড় হয়ে পার্বতীপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে রাবেয়া মোড়ে আমরা চেকপোস্ট বসাই। স্থানীয়দের সহযোগিতায় চেকপোস্টে বাবু ও সামাদকে ইজিবাইকসহ আটক করা হয়। ইজিবাইকের পিছনে সিটে মাহাবুল ইসলামকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে মাহাবুল ইসলামকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছোড়া ও একটি রামদা উদ্ধার করা হয়। রাতে তাকে পার্বতীপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ইজিবাইক চালকের জ্ঞান ফিরে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: