নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ মার্চ ২০২৩, ০৬:১২

ফাইল ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জে তারাবি নামাজের পর নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ভোরে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৯) ও তার মেয়ের জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহিদ ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩২)।

জানা গেছে, রোববার (২৬ মার্চ) তারাবির পর শ্বশুর-জামাই গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। সেখানে বজ্রপাতে দুইজনই মারা যান।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে মাছ শিকারে গিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় উভয়ের মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: