‘ঘুষের’ টাকা ফেরত চেয়ে থানায় অভিযোগ

সময় ট্রিবিউন ডেস্ক | ২৮ মার্চ ২০২৩, ০১:২৫

সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচনে পরাজিত হয়ে ঘুষের টাকা ফেরত পেতে আবদুল হান্নান নামের এক শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

গতকাল রোববার (২৬ মার্চ) রাতে পরাজিত প্রার্থী এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এম এ তারেক হেলাল ধুনট থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে তারেক হেলাল বলেন, শিক্ষক প্রতিনিধি আবদুল হান্নান তিনটি ভোট দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছেন। কিন্তু তারা আমাকে ভোট দেননি। এ কারণে আমি পরাজিত হয়েছি। 

জানা যায়, ২০ মার্চ এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করতে ছাত্র অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্যপদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এম এ তারেক হেলাল ও এলাঙ্গী ইউপির বর্তমান চেয়ারম্যান তোজাম্মেল হক। ২৫ মার্চ ৯ সদস্যের ভোটের মধ্যে তোজাম্মেল হক ৫ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং এম এ তারেক হেলাল চার ভোট পেয়ে পরাজিত হন। এ নির্বাচনে সভাপতি পদে তিনটি ভোট দেওয়ার কথা বলে ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এম এ তারেক হেলালের কাছ থেকে শিক্ষক প্রতিনিধি আবদুল হান্নান ছয় লাখ টাকা ঘুষ নেন। কিন্তু টাকা নিয়ে ভোট না দেওয়ায় নির্বাচনে এম এ তারেক হেলাল পরাজিত হয়েছেন বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘুষের ছয় লাখ টাকা ফেরতের দাবিতে এম এ তারেক হেলাল ২৬ মার্চ রাতে শিক্ষক আবদুল হান্নানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে আবদুল হান্নান বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। তাকে ভোট দেওয়ার বিষয় আমার সঙ্গে কোনো ধরনের কথা হয়নি। হেরে গেলে মানুষ অনেক কিছুই দাবি করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে আমাকে দেখা করতে বলেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছয় লাখ টাকার দাবিতে শিক্ষকের বিরুদ্ধে এম এ তারেক হেলালের দায়ের করা অভিযোগটি তদন্ত কার্যক্রম চলমান আছে। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, নির্বাচনেের মধ্যে ছাত্র অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে সদস্যপদে আবদুল হান্নান, আরিফুল ইসলাম, আবদুল হান্নান আকন্দ ও ফরহাদ হোসেন নির্বাচিত হন। জেসমিন আক্তার নামের এক নারী ছাত্রদের অভিভাবক সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষকদের গোপন ভোটে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল পাশা, আবদুল হান্নান ও রুনা লায়লা নির্বাচিত হন। এ ছাড়া এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান এম এ তারেক হেলালকে বিদ্যালয়ে দাতা সদস্য হিসেবে মনোনীত করা হয়।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর