রংপুরে ৪৮ ঘণ্টায় ৬৭ জন গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ মার্চ ২০২৩, ১১:৫৯

সংগৃহীত ছবি

রংপুর জেলার আট থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে নিয়মিত মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে দুই দিনে ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৩৮ জন ও শনিবার গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।

রোববার (২৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম।

সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়েছে, দুই দিনে গ্রেফতার হওয়া ৬৭ জনের মধ্যে ৪১ জন বিভিন্ন মামলায় এবং বাকি ২৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেফতারদের মধ্যে রংপুর সদর কোতোয়ালি থানা এলাকার তিনজন, বদরগঞ্জের তিনজন, মিঠাপুকুরের ১৭ জন, পীরগঞ্জের ১০, পীরগাছার পাঁচ, গঙ্গাচড়ার দুই এবং কাউনিয়া থানার একজন রয়েছে। এছাড়াও ওয়ারেন্টভুক্ত ২৬ জন রয়েছে। অভিযানে শতাধিক বোতল ফেনসিডিল ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: