হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ২১ জনকে জরিমানা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১২ মার্চ ২০২৩, ০০:২৮

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ২১ চালককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে ২১ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা লঙ্ঘনে ৬৬ ধারায় একজনকে ১০ হাজার টাকা, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোয় দুজনকে ১৮ হাজার টাকা এবং যেখানে সেখানে পার্কিং করায় পাঁচজনকে এক হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: