সেতু ভেঙে নদীতে ট্রাক, সাজেক-বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ মার্চ ২০২৩, ০২:৫৯

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এতে করে দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার মাইনী সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এখন উপজেলার বিকল্প সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দীঘিনালা ফায়ার স্টেশনের সাব-অফিসার পংকজ বড়ুয়া বলেন, সীমান্ত সড়কের কাজের জন্য নিয়ে যাওয়া পাথর বহনকারী একটি ট্রাক বাঘাইছড়ি উপজেলার দিকে প্রবেশের সময় সেতুর শেষ মাথায় পৌঁছার সঙ্গে সঙ্গে সেতুর পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এসময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিনি আরও বলেন, ওভারলোডের কারণে পাথরবোঝাই ট্রাক সেতু ভেঙে নদীতে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। ট্রাক উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।



আপনার মূল্যবান মতামত দিন: