
যৌন হয়রানির অভিযোগ উঠেছে খালেদ সাইফুল্লাহ (২১) নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় করা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। খালেদ ভোলার দৌলতখান থানার সৈয়দপুর ইউনিয়নের চরসুবি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মাদরাসা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাদরাসার শ্রেণিকক্ষে পাঠদানের সময় আট বছর বয়সী ওই শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন শিক্ষক খালেদ সাইফুল্লাহ।ঘটনাটি কাউকে না বলতে হুমকি-ধামকিও দেন তিনি। বাসায় গিয়ে ঘটনাটি তার মাকে জানালে কয়েকজন অভিভাবকসহ তিনি মাদরাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: