ভিকারুননিসা নূন স্কুলের ছাত্র ছিলেন আইনমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:১৫

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি হাই স্কুলের শতবর্ষ পূর্তি উৎসবে নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে এ কথা বলেন আইনমন্ত্রী। ওই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের প্রধান বদরুল আলম।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘১৯৬১ সালে আমাকে ভিকারুননিসা স্কুলে ভর্তি করা হয়। ওখানে তখন কেজি ওয়ান, কেজি টু, ক্লাস ওয়ান, ক্লাস টুতে ছেলেরা পড়তে পারতো। এর বেশি আর ছেলেরা পড়তে পারতো না। আমাকে যখন সেখানে ভর্তি করা হলো তখন আম্মাকে না দেখলে আমি স্কুল থেকে পালিয়ে চলে আসতাম, আর না হয় স্কুলে কাঁদতাম। পরে আমার মাও ওই স্কুলে চাকরি নিলো। এরপর টানা চার বছর আমি ভিকারুননিসায় পড়েছি। পরে সেন্ট জোসেফ হাই স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হয়ে দশম শ্রেণি পর্যন্ত সেখানে পড়েছি। এখন এটা কলেজ হয়ে গেছে।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মেয়েদের স্কুল হিসেবেই দেশব্যাপী পরিচিত। তবে অনেকেই জানেন না স্কুলটির যাত্রা শুরু হয়েছিল ‘প্রিপারেটরি স্কুল’ হিসেবে।

বিষয়টি খোলাসা করেছেন অনুষ্ঠানের উপস্থাপক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের প্রধান বদরুল আলম বলেন, ‘আপনারা শুনে অবাক হলেও এটাই সত্যি যে, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আইনমন্ত্রী আনিসুল হক ভিকারুননিসা স্কুলের ছাত্র ছিলেন। একসময় এ স্কুলটি ভিকারুননিসা প্রিপারেটরি স্কুল হিসেবে যাত্রা শুরু করে। সেসময় তিনি ওই স্কুলে ভর্তি হয়েছিলেন।’



আপনার মূল্যবান মতামত দিন: