শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার উদ্দদেশ্যমূলক : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৫৭

ছবিঃ সংগৃহীত

শিক্ষাক্রম নিয়ে যে মিথ্যাচার ও অপ্রচার চলছে তা উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে এখন একটি গোষ্ঠী এর পেছনে লেগেছে বলে মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাক্রম নিয়ে যেখানে ভুল আছে, সেখানে আমরা নিশ্চয়ই সংশোধনী করেছি এবং করব। যেখানে চিহ্নিত হবে ভুল, সেখানে শুদ্ধ হবে। কিন্তু যেসব মিথ্যাচার-অপপ্রচার চলছে, সেটিতো উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী এ নিয়ে পিছনে লেগেছে।

তিনি আরও বলেন, শিক্ষাক্রম পরিবর্তনের এই ডামাঢোলের মধ্যে যেটা চাপা পড়ে যাচ্ছে, আপনারাও যেটাকে প্রায় এড়িয়ে যাচ্ছেন। সেটা হলো নতুন শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের পুরো পঠন ও শিখনপদ্ধতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এ শিক্ষাক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে আনন্দময় শিক্ষা পাচ্ছে, যেটি তারা সারা জীবনধারণ করবে এবং প্রয়োজন মতো প্রয়োগ করতে পারবে।

এখন থেকে যারা বই লিখবেন, যেখান থেকে যে তথ্য নিবেন সেই সূত্র উল্লেখ থাকতে হবে বলেও জানিয়ে মন্ত্রী বলেন, কোনো বইয়ের মধ্যে কখনো সূত্র লেখা থাকে না। আর কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন মানুষের মাঝে অনেক সচেতনতা এসেছে। কাজেই আমি আশা করবো, এখন থেকে যারা বই লিখবেন- কারো তথ্য নেওয়া হলে সূত্র উল্লেখ করে দিবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তারেক হোসেনসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।

শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় জেলার ৮ উপজেলা থেকে ৩২ ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থানে অধিকারী ৫১২ জন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর আগে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: