শেরপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আগমনী শোভাযাত্রা ও উপহার সামগ্রী বিতরণ

মো.রাজন মিয়া,শেরপুর | ২ অক্টোবর ২০২২, ০৯:২৯

সংগৃহীত

শেরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আগমনী শোভাযাত্রা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ০১ অক্টোবর (শনিবার) ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে শেরপুরে দেবী বোধনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা বের করা হয়।

ওই সময় আগমনী শোভাযাত্রায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অতিউর রহমান আতিক (এমপি)।

এ সময় বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেরপুর পৌর শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি এবং শিশুরা প্রতিমা সেজে অংশ নেয়। শোভাযাত্রা শেষে গোপাল জিউর মন্দিরে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্ৰ বিতরণ করা হয়।

ওই সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার,পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,(বিপিএম)
পৌর মেয়র মো. গোলাম মোহাম্মদ কিবরিয়া (লিটন),সদর উপজেলা নির্বাহী অফিসার,মেহনাজ ফেরদৌস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বছির আহমেদ (বাদল) সহ আরও অনেকই উপস্থিত ছিলেন।

এ সময় শোভাযাত্রা শেষে অতিথি বৃন্দগণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিভিন্ন খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করেন।

জেলা পূজা উৎযাপন কমিটির তথ্যমতে,শেরপুর জেলায় ১৬৩ টি পূজা মন্ডপে পূজা উৎযাপিত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: