শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৭

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে স্বামীর বোটির কোপে রিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর মারা গেছেন। গত রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিনা বেগম তিন সন্তানের জননী। ঘটনার পর থেকে রিনার স্বামী মনিরুল ইসলাম পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে থেকেই মনিরুল ও তাঁর স্ত্রী রিনা বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ চলছিল।

এনিয়ে বিকেল ৫ টার দিকে তাঁদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বোটি দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করেন মনিরুল ইসলাম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিক প্রাথমিক চিকিৎসা শেষে রিনার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার পথে রিনা মারা যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, পরিবারিক দ্বন্দ্বের জের ধরেই তার স্বামী মনিরুল ইসলাম এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর মনিরুল পালিয়েছে। তাকে ধরতে পুলিশী অভিযান চলছে।

এদিকে, রিনার মরদেহ ময়না তদন্তের জন্য রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: