মোংলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৮

সংগৃহীত

মোংলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেইভ প্রকল্পের উদ্যোগে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মিঠাখালি ইউনিয়নের খাসেরডাঙ্গা এলাকার শান্তিময়ী নিম্ম মাধ্যমিক স্কুল মাঠে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এসময় মিঠাখালি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য বৃন্দ, ইমাম,মুয়াজ্জিন, পুরোহিতসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ধর্ম যার যার, রাস্ট্র সবার। নীতিতে দেশ ও সমাজ পরিচালনা করতে হবে। পাশাপাশি ধর্মে ধর্মে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিবেদিত হতে হবে। বক্তরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মানবিক গুনাবলীসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মনিটরিং এন্ড ইভালুয়েশন ইউনিটের সিনিয়র প্রোগ্রাম অফিসার কাজী ফাতেমা, মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: