হাতি তাড়ানোর ফাঁদে প্রাণ গেলো যুবকের

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৭

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী এলাকায় হাতির আক্রমণ থেকে ফসল বাঁচাতে ফাঁদ তৈরী করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

এ বিষয়ে ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এম. সুরুজ মিয়া জানান, ভারতের পাহাড় থেকে প্রায় কড়ইতলী গ্রামে বন্যহাতির দল প্রবেশ করে।এসব হাতি কৃষকদের আমন ধান ও শাকসবজির ক্ষতি করছে। এছাড়াও হাতির আক্রমণে কয়েকজনের মৃত্যুও হয়েছে। হাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করার জন্য জেনারেটরের মাধ্যমে তার সংযোগ দিয়ে ইলেক্ট্রিক শক'র ব্যবস্থা করতে চেয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু অসাবধানতা বশত তিনি নিজেই বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান।পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমন সংবাদে পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: