পাহাড়ের ঝিরিতে কীটনাশক ছিটানোর ও জমি দখল প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০০

সংগৃহীত

বান্দরবানের লামায় রাবার বাগান কোম্পানি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের জমি জবরদখলসহ পাহাড়ের ঝিরিতে কীটনাশক ছিটানোর প্রতিবাদে এবং ভূমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে তরুন সমাজের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তরুন সমাজের থোয়াই অং মারমা সঞ্চালনায় বক্তব্যে রাখেন এডভোকেট উবা থোয়াই মারমা, অংচিংউ মারমা, সুরেজ ত্রিপুরা, বিটস তংচঙ্গ্যা, থোয়াই ক্যজাই সহ সমাজের তরুনরা।

মানববন্ধনের বক্তারা বলেন, গত ৬ সেপ্টেম্বর লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েনপাড়ার কালাইয়া ঝিড়িতে কীটনাশক ছিটিয়ে মাছ শিকার করা হয়েছে । এতে ঝিরিতে থাকা বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠে । এছাড়াও কীটনাশকের কারণে ওই পানি ব্যবহার করতে পারছে না স্থানীয়রা। এমন জখন্য কর্মকান্ডের মাধ্যমের ত্রিপুরা ও ম্রোদের খাবার পানি এখন বন্ধ হয়ে গেছে। তাই এ কাজের জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তরুন সমাজরা।



আপনার মূল্যবান মতামত দিন: