নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:২০

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন উপজেলা কৃষি অধিদপ্তর।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মিলে ৭০০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫কেজি মাসকালাই, ১০কেজি ডিএপি ও ৫কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে সার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, মুক্তিযোদ্ধা (সাবেক) কমান্ডার মতিউর রহমানসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: