অবৈধ পাথরবোঝাই ৩ নৌকা মালিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রাজেশ গৌড়, দুর্গাপুর | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে উত্তোলিত পাথরবোঝাই তিনটি নৌকার মালিককে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে (১২ সেপ্টেম্বর) সোমেশ্বরী নদীর ১নং ঘাটের শ্মশান ঘাট এলাকার নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় এসব নৌকা আটক করেন থানা পুলিশ। পরে সোমবার বিকেলে এসব নৌকার মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা ও কঠোরভাবে সর্তক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান।

জানা গেছে, সোমবার দুপুরে ১নং বালুমহাল ঘাটের শ্মশান ঘাট এলাকায় বেশকিছু নৌকা অবৈধ ভাবে পাথর উত্তোলন করছে এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান এর নির্দেশনায় থানা পুলিশ গেলে তাদের উপস্থিতিতে বাকি গুলো পালিয়ে গেলে ৩টি পাথরবোঝাই নৌকা আটক করা হয় ।

পরে তাদের জরিমানা ও সর্তক করা হয় এবং পাথরগুলো নদীতে ফেলে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: