চুয়াডাঙ্গায় জুয়ার আসরে পুলিশের হানায় নদীতে ঝাপঃ একদিন পর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৮

সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে তলিয়ে যাওয়া টোকন আলীর (৪৫) লাশ উদ্ধার করেছে খুলনার ডুবুরিদল।

নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বেলা ১২টার দিকে নদীতীরে জুয়া খেলার সময় পুলিশে ধাওয়া দিলে নদীতে ঝাপ দিয়ে তলিয়ে যায় টোকন। সে ভাংবাড়িয়া গ্রামের ওদু ছদ্দিনের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, বুধবার দুপুরে ভাংবাড়িয়া গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতীরে তাস খেলছিলো টোকনসহ কয়েক যুবক। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভাংবাড়িয়া ক্যাম্প পুলিশ। ঘটনাস্থল থেকে কবিরুল ইসলাম ও আকছেদ আলী নামে দুজনকে আটক করে পুলিশ। এসময় টোকন আলী ও নাজিম উদ্দিন নামে দুজন নদীতে ঝাপিয়ে পড়ে। নাজিম সাঁতরে নদীর ওপর পারে উঠলেও স্রোতের তোড়ে তলিয়ে যায় টোকন। পরে খবর দেয়া হয় আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে। তারা দিনভর খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। খবর দেয়া হয় খুলনার ডুবুরিদলকে। বৃহস্পতিবার ডুবুরিদল মাথাভাঙ্গা নদীতে তল্লাসী করে প্রায় ১৫ কিলোমিটার দূরে নতিডাঙ্গা গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে।



আপনার মূল্যবান মতামত দিন: