কুয়াকাটা টুরিস্ট পুলিশের সার্বিক নিরাপত্তা ও আত্নীয়তায় মুগ্ধ পর্যটক

মোঃআল আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮

সংগৃহীত

অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সাগরকন্যা, যেখানে দাঁড়িয়ে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। এই রোমাঞ্চকর দৃশ্য দেখতে প্রতিবছরই প্রায় ১২ লাখেরও বেশি পর্যটকের সমাগম ঘটে এই কুয়াকাটায়। এছাড়াও ঈদ কোরবানি, এবং সরকারি বন্ধের দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।কুয়াকাটা আগত পর্যটকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।

কুয়াকাটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর পর্যটন নগরী।একটি উন্নত মানের পর্যটন কেন্দ্র হিসেবে টুরিস্ট পুলিশের সদস্যরা বিভিন্ন স্পটে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব পালন করে যাচ্ছে।

পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষে টুরিস্ট পুলিশ সদা জাগ্রত।পর্যটকদের দ্বারে দ্বারে যেয়ে তাদের সুবিধা-অসুবিধার কথা জানেন।সঠিক পরামর্শ এবং যৌক্তিক দিক নির্দেশনা দিয়ে থাকেন।সমুদ্র উত্তাল থাকলে পর্যটকদের মাইকিং করে সতর্ক করেন।এবং সমুদ্রে নামার উপযুক্ত সময় নির্ধারিত করে দেন

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা ইমন বলেন, সমুদ্রে নেমে পাথরে আমার বোনের পা কেটে যায়,সাথে সাথে পুলিশ এসে আমার বোনকে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ।আমি মুগ্ধ তাদের ব্যবহারে।

খুলনা থেকে কুয়াকাটা ভ্রমণে। আসা পর্যটক মোঃমিনহাজুল ইসলাম মিরাজ বলেন,আমরা সারা রাত সি-বিচে ছিলাম। টুরিস্ট পুলিশ আমাদের সারা-রাত পাহারা দিয়ে রেখেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তায় আমরা নির্ভয়ে সারা রাত আনন্দ উপভোগ করলাম,কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এর ব্যবহারে আমরা অত্যন্ত সন্তুষ্ট।

বরিশাল থেকে আসা পর্যটক মোঃ কামাল হোসেন বলেন আমরা লেবুর বনে সূর্য্য অস্ত দেখতে গিয়ে ছিলাম সন্ধ্যা হয়ে গেছে তখনও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ আমাদের সেখানে সেবা দিয়ে যাচ্ছে পরে আমাদের সিকিউরিটি দিয়ে কুয়াকাটা পর্যন্ত পৌঁছে দিয়েছে।ধন্যবাদ জানাই কুয়াকাটা টুরিস্ট পুলিশ ভাই দের,আবারও আসবো কুয়াকাটা ভ্রমণে।

সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ এলাকা জিরো পয়েন্ট,গঙ্গামতির চর,লেম্বুর বন এবং মিশ্রীপাড়া কাউয়ারচর এলাকায় পর্যটকদের ভ্রমনকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টিতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্যবৃন্দের উপস্থিতি থাকে চোখের পড়ার মতো।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মোঃহাসনাইন পারভেজ বলেন,কুয়াকাটা টুরিস্ট পুলিশ আপনার নিরাপত্তায় সদা জাগ্রত।জিরো পয়েন্ট থেকে শুরু করে,পশ্চিমে লেবুর, সানসেট, পয়েন্টে পূর্বদিকে ঝাউবন মিশ্রীপাড়া, কাউয়ারচর গঙ্গামতিরচর সহ বিভিন্ন পয়েন্টে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশের একাধিক টিম রয়েছে।এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির লক্ষেও রয়েছে একাধিক টিম।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোঃআবুল খালেক জানান, পর্যটন স্থানগুলোয় নিয়মিতই পর্যটকদের আনাগোনা থাকে।দূরদূরান্ত থেকে হাজার হাজার দেশী-বিদেশী পর্যটকের সমাগম ঘটে এই কুয়াকাটায়।পর্যটকদের সুরক্ষায় সদা তৎপর থাকেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।শুধু তা-ই নয়, পর্যটন স্থানগুলোয় দুষণ ঠেকাতে এবং পরিবেশ -প্রতিবেশ রক্ষায়ও তাঁরা কাজ করে চলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: