পবিপ্রবির আয়োজনে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৮

সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ক্যাম্পাস নেটওয়ার্ক ডিজাইন ও এর অপারেশন শীর্ষক পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ থেকে ৫ সেপ্টেম্বর বরিশালের বিডিএস কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পহেলা সেপ্টেম্বর এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর গোলাম মোঃ মুরাদুল বশির, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাঃ আব্দুল মাসুদ সহ সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল ইসলাম।

এ বিষয়ে কর্মশালার আহবায়ক বিশ্ববিদ্যালয়ের সিএসআইটি বিভাগের শিক্ষক প্রফেসর চিন্ময় বেপারী জানান, “টেইন*সিসি/এএসআই@কানেক্ট/ইইউ এর পঞ্চম আহ্ববানে পরিচালিত প্রকল্পের অধীনে উক্ত কর্মশালাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪২ জন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান সরাসরি অংশগ্রহন করেন। এছাড়াও এএসআই@কানেক্ট এর বেনিফিসিয়ারী আরো ৮ টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানগন ভার্চুয়ালি অংশগ্রহন করেন। উক্ত কর্মশালায় অংশগ্রহনের মাধ্যমে ক্যাম্পাস নেটওয়ার্ক ডিজাইন এবং এর ব্যবস্থাপনার উপরে অংশগ্রহনকারীগন হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন যা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ডিজাইন ও তার ব্যবস্থাপনার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সহায়ক হবে”।


আপনার মূল্যবান মতামত দিন: