কুড়িগ্রামে স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

রোকন মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৩

সংগৃহীত

কুড়িগ্রামের ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কার্যক্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে প্রান্তিক জনগণের মাঝে স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা  হয়েছে।জেলার ০৯টি উপজেলা ও ০৩টি পৌরসভায় ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের ব্যবস্থাপনায় এ বিক্রয় কর্মসূচী উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ সহ অন্যান্যরা।

এই কর্মসূচির আওতায় মোট ১১,৬০০ পরিবারকে ৫ কেজি করে ওএমএস এর চাল ১,৪৩,৬৬৫ জন উপকারভোগীকর মাঝে ৩০ কেজি করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ২,৭৭,৮৮০ জন কার্ডধারী পরিবারকে টিসিবির পন্য বিতরণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: