নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলায় সারেরমূল্য নিয়ন্ত্রনে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
পৌর শহরের দোকানগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। অভিযানে সহযোগিতা করেন উপজেেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি, থানা পুলিশ উপপরিদর্শক সৌরভ সাহা।
ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ন্যায্যমূল্যে সার বিক্রি করা, স্টক রেজিস্টার, বিক্রয় রেজিস্টার, ক্যাশ মেমো, মূল্য তালিকা সংরক্ষনের জন্য সকল দোকানদরকে সতর্ক করা হয়েছে। পর্যাপ্ত পরিমান সার থাকা সত্বেও কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: