অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি | ৩০ আগষ্ট ২০২২, ০০:১৯

সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে দুই রাসায়নিক সার বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা শাখা। রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের নতুন জোড়গাছ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রাম জেলা অফিস সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে রাসায়নিক সার বিক্রি করার অপরাধে চিলমারীর নতুন জোড়গাছ বাজার এলাকার সার ব্যবসায়ী জাহেদুল ইসলামের ম্যানেজার নুর আলমকে ২০ হাজার টাকা এবং একই বাজারের ত্বহা ট্রেডার্সের মালিক মো. গওসুল আজমকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আরশাদ আলী এবং চিলমারী থানার একটি পুলিশ টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রাম জেলার সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান,তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: