দীর্ঘ ১৩ বছর পরে জনস্রোত

ফরিদপুরে ও নগরকান্দায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এহসান রানা, ফরিদপুর | ২৯ আগষ্ট ২০২২, ০৬:১৮

সংগৃহীত

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি, গুম ও ভোলা জেলায় ২ নেতার খুন এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর সদর উপজেলা বিএনপির।

শনিবার বিকালে শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি রউফ নবীর সভাপতিত্বে এবং যুব দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান পিংকু র নেতৃত্বে এ বিশাল মিছিলে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, এবি সিদ্দিকি মিতুল, এম আর আক্তার টুটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
মিছিলটিতে প্রায় ৭ হাজারের অধিক নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

অপরদিকে নগরকান্দা উপজেলায় বিকেলে একই কর্মসূচীর আওতায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর নেতৃত্বে প্রায় সহস্রাধিক নেতা কর্মী নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

প্রায় দীর্ঘ ১৩ বছর পরে এ এতো লোকের সমাবেশ ও বিক্ষোভ মিছিল দেখলো ফরিদপুর শহরবাসী।

বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারের নিকট দাবি জানান।



আপনার মূল্যবান মতামত দিন: