অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ২২:১৪

সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইজারা ব্যতীত বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ বুধবার বিকাল ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার তেলীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এই সময় ইজারা ব্যতীত বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একটি ট্রাক্টর আটক করা হয়।

পরে ট্রাক্টর চালককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: