নকল কীটনাশক বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ০৭:৪৬

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে নকল কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যাক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা (ভূমি) কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বুধবার উপজেলার হালুয়াঘাট-নালিতাবাড়ী সড়কের হোটেল মারুফ ইন্টারন্যাশনাল এর তিন তলা ভবন দুইজনকে আটক করে।

জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে উপজেলার কীটনাশক দোকানগুলোতে বিভিন্ন কোম্পানীর নকল কীটনাশক বিক্রি করে আসছিলো।
দন্ড প্রাপ্তরা হলেন, নান্দাইলের উত্তর বানাইল গ্রামের আব্দুল মান্নানের পুত্র শরীফুজ্জামান (৫০) ও একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. তৌফিকুল ইসলাম(৪২)।

নকল কীটনাশক বিক্রির দায়ে তৌফিকুল ইসলাম ’কে ২শত টাকা জরিমানা ও দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড ও শরীফুজ্জামান’কে ১শত টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এ সময় তাদের কাছ ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও ৪২ হাজার টাকার নকল কীটনাশক জব্দ করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, থানার এস আই আতাউর সহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: