"হাজার বছর খুঁজলেও বঙ্গবন্ধুর মত নেতাকে খুজে পাওয়া সম্ভব না"

মোঃ মাজহারুল ইসলাম মিথুন | ২৫ আগষ্ট ২০২২, ০৯:৪২

সংগৃহীত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীন ভূখন্ড। লাল সবুজের পতাকা। তাঁর রক্তের ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ করা যাবে না।এমন নেতাকে হারিয়ে জাতি শোকাহত। হাজার বছর খুঁজলেও সেই নেতাকে খুজে পাওয়া সম্ভব না। সেই নেতার সকল কর্ম আর ইতিহাস বাঙ্গালীদের অন্তরে লালন করতে হবে।

গতকাল বুধবার বিকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবমহিলা লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এসব কথা বলেন।

এমপি বাবু আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। জাতির জনকের স্বপ্ন যাতে বাস্তবায়িত না হয় সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্যে। তাদের সেই চিন্তা-চেতনাকে ভেঙ্গে দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রুপদান করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যে উদ্দেশ্যে নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করা সকলের নৈতিক দায়িত্ব। উপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক ফাতিমা তুজ জোহরা (রুপা)'র সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, খুলনা জেলা যুবমহিলা লীগের যুগ্ম-আহবায়ক সুমাইয়া ইয়াসমিন লতা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েটের প্রভাষক নিবেদিতা মন্ডল, পৌরসভা মহিলা আ'লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সদস্য এম এম আজিজুল হাকিম,মোঃআকরামুল ইসলাম, গৌতম রায়, প্রভাষক বাবলুর রহমান সহ ছাত্রলীগের রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, এমরানুল কবির নাসিম সহ উপজেলা ও পৌরসভা যুবমহিলা লীগের বিভিন্ন পর্যায়ের পদস্হ নেতৃবৃন্দরা।



আপনার মূল্যবান মতামত দিন: