ফরিদপুরে নতুন পুলিশ সুপার মো শাহজাহান এর যোগদান

এহসান রানা, ফরিদপুর | ২৫ আগষ্ট ২০২২, ০৮:০৬

সংগৃহীত

ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেছেন মো. শাহজাহান পিপিএম-সেবা।

বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এরপরে তিনি কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

জানা যায়, সদ্য যোগদানকৃত নতুন পুলিশ সুপার মো. শাহজাহান ফরিদপুরে যোগদানের পূর্বে দিনাজপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ও জন্মস্থান চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে।

উল্লেখ্য, দায়িত্ব প্রদান শেষে অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা ঢাকার র‌্যাব সদরদপ্তরের পরিচালক হিসেবে যোগদানের উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর