ডেমরায় বুদ্ধি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার: থানায় মামলা

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | ২৪ আগষ্ট ২০২২, ২০:৪৪

সংগৃহীত

রাজধানী ডেমরায় ফাতেমা বেগম (৩৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।

এ সময় লাশ ডান কনুইতে ছোলা জখম, কপাল ও মুখে ফুলাসহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। লাশের গায়ে পড়নে ছিল রয়েল ব্লু, আকশিও গোলাপি রঙের মিশ্রনে ছাপা থ্রি পিস।

সোমবার সন্ধায় (২২ আগস্ট) খবর পেয়ে থানা পুলিশ বাঁশেরপুল এলাকার আফরা প্যাকেজিং এন্ড প্রিন্টিং মিলের দেয়ালের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই সুরতহাল শেষে মৃতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড স্যার সলমুল্লাহ রেমডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। এদিকে সোমবার দিনগত রাতেই ১২ টার দিকে মৃতের ছোট বোন আসমা বেগম (৩৩) এ ঘটনায় ডেমরা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মৃত ফাতেমা বেগম ঢাকার হাজারীবাগ থানার ওয়াসা স্টাফ কোয়াটার ৪৯/এ বাড্ডা নগর লেন এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে।

মৃতের ছোট বোন আসমা বেগম বলেন, বিগত ৯/১০ বছর পূর্বে আমার বোনের বিবাহ বিচ্ছেদ ঘটে। উল্লাস নামে ৯ বছরের একটি ছেলে থাকলেও আমার বোন বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। প্রায়ই তিনি পরিবারের কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে ৯/১০ দিন পর ফিরতেন বাসায়। গত ৫/৬ দিন আগে বাসা থেকে কাউকে কিছু না বলেই বের হয়ে যান আমার বোন। এদিকে সোমবার সন্ধায় হাজারীবাগ থানা পুলিশের মাধ্যমে জানতে পারি ডেমরার বাঁশেরপুল এলাকায় আমার বোনের মৃতদেহ পাওয়া গেছে।

এই বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা ওই নারীকে খুন করে ডেমরায় ফেলে চলে গেছে। তবে ময়না তদন্তের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: