মাগুরায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শোক দিবস পালন

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ২৪ আগষ্ট ২০২২, ০১:১৩

সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে শহীদ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাগুরা জেলার সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু এ দেশের মাটি ও মানুষকে যেভাবে গভীর ভালোবাসার বন্ধনে উজ্জ্বীবিত করেছিলেন তা বিশ্বের ইতিহাসে নজির। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না। যারা এ দেশের স্বাধীনতা সহ্য করেনি তারাই ১৯৭৫ সালের পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করছে। জাতির পিতা হত্যাকারী, মদদদাতা ও ইতিহাস বিকৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

এসময় আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ সভাপতি মাগুরা জেলা আওয়ামীলীগ, পঙ্কজ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক মাগুরা জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক সিনিয়র সহ-সভাপতি মাগুরা জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু মাগুরা সদর উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান গণ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ আমজাদ হোসাইন দোয়া মুনাজাত পরিচালনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: