২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এহসান রানা, ফরিদপুর | ২৩ আগষ্ট ২০২২, ০৩:৩৩

সংগৃহীত

২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় নারকীয় বোমা হামলা করে শেখ হাসিনা হত্যা চেষ্টার প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের উপস্থপনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ঝর্না হাসান,যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন,পৌর মেয়র অমিতাভ বোস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু,পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ অন্যন্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিরোধী দলীয নেতাদের হত্যার যে চেষ্টা করা হয়েছিল তার ইতিহাসে অন্যতম জঘন্য ঘটনা।

বক্তারা আরো জানান, নারকীয় গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ থেকে চিরতরে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর এই হামলা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্ক অধ্যায়ের সৃষ্টি করে। তবে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে নি।

 



আপনার মূল্যবান মতামত দিন: