দীঘিনালায় প্রতিবাদে স্মরণ হলো ২১ আগস্ট ২০০৪

মহসিন মিয়া, খাগড়াছড়ি | ২২ আগষ্ট ২০২২, ২১:০৬

সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট শুধু গ্রেনেট নয়, একের পর এক গুলির মাধ্যমে হত্যার চেষ্টা করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। পুরো দলকে নেতৃত্ব শূণ্য করার চেষ্টা ছিলো হামলাকারীদের। এমনকি ঐ হামলায় আইভি রহমান সহ আওয়ামী লীগের ২৪ কর্মীও প্রাণ হারায়। আহত হয়েছে শত শত নেতাকর্মী

২১ আগস্ট (রবিবার) ২০০৪ সালের গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

সকাল ১১টার দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন আওয়ামী লীগের দলীল কার্যালয়ে প্রথমে আইভি রহমানকে পুষ্পমাল্য অর্পণ করে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। পরবর্তীতে দলীয় কার্যালয়ে আলোচনার মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলার নির্মমতার কথা তুলে ধরেন বক্তারা। সভাশেষে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিউটন মহাজন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক, মহিলা আওয়ামী লীগের নেত্রী সীমা দেওয়ান, মাহমুদা বেগম লাকী, যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 



আপনার মূল্যবান মতামত দিন: