বানারীপাড়ায় ট্রলারের ধাক্কায় ব্রীজ ক্ষতিগ্রস্থ: চলাচল বন্ধ

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) | ২২ আগষ্ট ২০২২, ১২:৪৬

সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় নদীর দুইপারের মানুষের সেতু বন্ধনের একমাত্র ব্রীজটি ট্রলারের ধাক্কায় দুমরে মুচড়ে জনসাধারনের চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মালিকান্দা গ্রামের খালের পশ্চিম পাশে নির্মিত আয়রন ব্রীজটি ট্রলারের ধাক্কায় চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় দু পারের মানুষের চলাচল বন্ধ হয়ে চরম দূর্ভোগ হচ্ছে।

এলাকাবাসী জানায়, ১৯ আগষ্ট শুক্রবার রাতে ট্রলারের ধাক্কায় ব্রীজটি দুমড়ে মুচড়ে যায়। এ জন্য ব্রীজের উপর দিয়ে জন সাধারনের চলাচল এবং ব্রীজটির নীচ থেকে কোন ধরনের নৌকা, ট্রলার চলাচল করতে পারছে না। গুরুত্বপূর্ণ এই ব্রীজটি দিয়ে শত শত কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করতো। শত শত জনসাধরন তাদের নৈমত্তিক কাজে এই ব্রীজটি ব্যবহার করতো।

বর্তামানে তারা চরমভাবে দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছে যাতে দ্রুত ব্রীজটি চলাচলের উপযোগী তরা হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মৃধা জানান, অতি শীঘ্রই ব্রীজটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে



আপনার মূল্যবান মতামত দিন: