বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক খান কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাকিবুল ইসলাম, সদরপুর প্রতিনিধি | ২০ আগষ্ট ২০২২, ০৫:৪৪

সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইড় ইউনিয়নের বাছের খাঁ ডাঙ্গী গ্রামের সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক খান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকালে তার নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল তার মরাদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার ও পুলিশ পরিদর্শক আনিছুর রহমান এর নেতৃত্বে ফরিদপুরের একটি চৌকশ পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার ডা: এম এ গফফার। পরে জানাজা নামায শেষে তার নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য মুক্তিযোদ্ধা মোঃ ফজজুল হক খান গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর মৃত্যুকালে সে স্ত্রী ও এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্ময়ী-স্বজন রেখে যান।



আপনার মূল্যবান মতামত দিন: