বান্দরবানে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন আটক

বান্দরবান প্রতিনিধি | ১৯ আগষ্ট ২০২২, ০৮:৫০

সংগৃহীত

বান্দরবানের লামায় পুলিশ অভিযান চালিয়ে ৬৯ লিটার দেশীয় চোলাই মদসহ তৌহিদুল ইসলাম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়।

১৭ আগষ্ট (বুধবার) রাত ১১টায় লামা হতে ফাইতং বাজার রাস্তা সড়কের চোলাই মদ পাচার করার সময় তাকে আটক করা হয়।

আটককৃত-চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন ৬নং ওয়ার্ড বমু পাড়ার নুরুল ইসলাম ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ফাইতং বাজার রাস্তা দিয়ে দেশীয় তৈরি ৬৯ লিটার চোলাই মদ নিয়ে চকরিয়ার উদ্দ্যেশে যাচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি মদ ফেলে তার সহযোগী একজন পালিয়ে যায়। পরে রাস্তায় মাথায় স্থান থেকে বস্তা ভর্তি চোলাই মদ ও মোটর সাইকেলসহ তৌহিদুল ইসলাম কে আটক করা হয়।

ফাইতং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শামীম শেখ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: