চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্ল) প্রতিনিধি | ১৯ আগষ্ট ২০২২, ০৭:০৭

সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিক্সা আরোহী ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তিন বন্ধু ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদরাসার দশম (দাখিল) শ্রেণীর ছাত্র।

বুধবার (১৭ আগষ্ট) রাত ৮.৩০ টার দিকে ছুপুয়া এলাকায় ইউটার্ণ নিতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, নিহতরা হলেন কিং ছুফুয়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন, বদরপুর আব্দুল গফুরের ছেলে মো: রাজ্জাক, দূর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত। পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়িতে নিয়ে যায়।

তিনি বলেন, ‘রাত ৮.৩০ টার দিকে তিন বন্ধু অটোরিকশায় করে সিফাতের জন্মদিনের জন্য কেক কিনতে যাচ্ছিলেন বলে জানা গেছে। পথে ঢাকাগামী কোনো গাড়ি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।’

আরও জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি দেখে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে অটোরিকশার চালককে পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: